Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন:

মান সম্পন্ন কৃষি উপকরন যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা।

মিশন:

উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ-উৎপাদন, সংরক্ষন ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযু্কিত উন্নয়ন, ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরনের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মান সম্পন্ন সার ব্যবহার করা। এছাড়া ও:

  • সেচকৃত জমি হতে ৬০ লক্ষ হেক্টরে উন্নীতকরণ (বৎসরে প্রায় ১ লক্ষ হেক্টর হিসেবে, প্রয়োজনীয় প্রকল্প/কর্মসূচি প্রাপ্তির সাপেক্ষে)।
  • ভূপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদানের মাধ্যমে অধিক পরিমাণে খাল-নালা খনন/পুনঃখনন করা।
  • সঠিক পরিমাণ পানি ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানি স্তর অবনমন রোধ করা।
  • সেচ দক্ষতা ৩৪% থেকে ৪৮% এ উন্নীতকরণ।
  • ২০২১সালের মধ্যে ফলনপার্থক্য ৩ টন/হেক্টর থেকে ১ টন/হেক্টরে নামিয়ে আনা এবং
  • ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ।