১ |
ডাবল লিপ্টিং সেচ প্রকল্পঃ চলমান এই প্রকল্প থেকে সেচ যন্ত্র সরবরাহ করা হয় এবং সেচ নালা নির্মান করা হয়। খাল পুন: খনন হাইড্রলিক স্ট্রাকচার ছোট ছোট সেচ অবকাঠামো নির্মাণ কার্যক্রম চলমান |
২ |
পূবাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প : বর্তমানে এই প্রকল্প চালু আছে। প্রকল্পের মাধ্যমে সেচযন্ত্র সরবরাহ করা হয়। এবং সেচ নালা বারিড পাইপ সেচ অবকাঠামো নিমান করা হয়।
|
৩ |
নোয়াখালীও লক্ষ্মীপুর ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচি : বর্তমানে এই কর্মসূচি বন্ধআছে। এই কর্মসূচি থেকে সরবরাহকৃত ৫ কিউসেক ডিজেল ইনজিল, ২ কিউসেক ডিজেল ও ১ কিউসেক ডিজেল দ্বারা এখনও মাঠে সেচ কার্যক্রম চলমান রহিয়াছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস