উপজেলা সেচ কমিটির অনুমোদন সাপেক্ষে নিরাপত্তা জামানত প্রাপ্তি, চুক্তি নামা সই এরপর এল এল পি সরবরাহ করা হয়। এল এল পি সমুহের বার্ষিক সার্ভিস চার্জ এর হার নিন্মরুপ:
- ৫ কিউসেক ডিজেল/বৈ-মটরের বাৎসরিক ভাড়া ১৫,০০০/- টাকা। বৈদুতিক মটর-২০০০০/- এককালীন জামানত ৭০০০/- টাকা।
- ২ কিউসেক ডিজেল/বৈ-মটরের বাৎসরিক ভাড়া ৭,০০০/- টাকা। বৈদ্যুতিক মটর-১০০০০, এককালীন ৫০০০/- টাকা।
- ১ কিউসেক ডিজেলের বাৎসরিক ভাড়া ৪০০০/-, বৈদুতিক মটর-৫০০০/- এককালীন জামানত ৩০০০/- টাকা।
- তাছাড়া ইরি বরো চাষাবাদের জন্য সেচ অবকাঠামো নির্মাণ করা হয়।
- ইউনিয়ন ভিত্তিক প্রতি ইরি বৌর মোসুমে সেচযন্ত্র গণনা ও সেচকৃত জমির পরিমান নির্ধারন করা হয় যাহা উপজেলা ভিত্তিক সংগ্রহ করা হয়।
- পানির গুনাগুন ও নমুনা সংগ্রহ করা হয়। যেমন: আর্সেনিক, স্যালাইন, আয়রন, পিএইচ, ইসি, টিডিএস ও হার্ডনেস সহ পানির গুনাগুন পরীক্ষা করা হয়।
- পাটিসিফেশন ফি প্রাপ্তি সাপেক্ষে সেচ নালা ও বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয় এবং ট্রান্সফর্মার সরবরাহ করা হয়।
- উপজেলা সেচ কমিটিতে অনুমোদন সাপেক্ষে খাল পুন: খনন ও সেচ অবকাঠামো নিমার্ন করা হয়।
৫ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ১৫০০০/- টাকা, জামানত ৭,০০০/- টাকা।
৫ কিউসেক বৈদ্যুতিক মটর এর সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ২০,০০০/- টাকা, জামানত ৭,০০০/- টাকা
২ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ৭,০০০/- টাকা জামানত ৫,০০০/-টাকা
০১ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ৪,০০০/- টাকা, জামানত ৩,০০০/- টাকা
০২ কিউসেক গভীর নলকূপের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ২৩,৫০০/- টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস