Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

উপজেলা সেচ কমিটির অনুমোদন সাপেক্ষে নিরাপত্তা জামানত প্রাপ্তি, চুক্তি নামা সই এরপর এল এল পি সরবরাহ করা হয়। এল এল পি সমুহের বার্ষিক সার্ভিস চার্জ এর হার নিন্মরুপ:


- ৫ কিউসেক ডিজেল/বৈ-মটরের বাৎসরিক ভাড়া ১৫,০০০/- টাকা। বৈদুতিক মটর-২০০০০/- এককালীন জামানত ৭০০০/- টাকা।
- ২ কিউসেক ডিজেল/বৈ-মটরের বাৎসরিক ভাড়া ৭,০০০/- টাকা। বৈদ্যুতিক মটর-১০০০০, এককালীন ৫০০০/- টাকা।

- ১ কিউসেক ডিজেলের বাৎসরিক ভাড়া ৪০০০/-, বৈদুতিক মটর-৫০০০/- এককালীন জামানত ৩০০০/- টাকা।

- তাছাড়া ইরি বরো চাষাবাদের জন্য সেচ অবকাঠামো নির্মাণ করা হয়।
- ইউনিয়ন ভিত্তিক প্রতি ইরি বৌর মোসুমে সেচযন্ত্র গণনা ও সেচকৃত জমির পরিমান নির্ধারন করা হয় যাহা উপজেলা ভিত্তিক সংগ্রহ করা হয়।
- পানির গুনাগুন ও নমুনা সংগ্রহ করা হয়। যেমন: আর্সেনিক, স্যালাইন, আয়রন, পিএইচ, ইসি, টিডিএস ও হার্ডনেস সহ পানির গুনাগুন পরীক্ষা করা হয়।
- পাটিসিফেশন ফি প্রাপ্তি সাপেক্ষে সেচ নালা ও বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয় এবং ট্রান্সফর্মার সরবরাহ করা হয়।
- উপজেলা সেচ কমিটিতে অনুমোদন সাপেক্ষে খাল পুন: খনন ও সেচ অবকাঠামো নিমার্ন করা হয়। 

৫ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ১৫০০০/- টাকা, জামানত ৭,০০০/- টাকা।

৫ কিউসেক বৈদ্যুতিক মটর এর সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ২০,০০০/- টাকা, জামানত ৭,০০০/- টাকা

২ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ৭,০০০/- টাকা জামানত ৫,০০০/-টাকা

০১ কিউসেক ডিজেল ইঞ্জিনের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ৪,০০০/- টাকা, জামানত ৩,০০০/- টাকা

০২ কিউসেক গভীর নলকূপের সেচ চার্জ প্রতি মৌসুমের জন্য ২৩,৫০০/- টাকা।